রেমিট্যান্সে নতুন রেকর্ড: অর্থবছর শেষ হওয়ার আগেই ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

চলতি ২০২৪-২৫ অর্থবছর শেষ হতে এখনও দুই দিন বাকি থাকতেই প্রবাসী আয়ের রেমিট্যান্সে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যমতে, জুলাই থেকে ২৮ জুন পর্যন্ত ১১ মাস ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার

এর মধ্যে শুধুমাত্র জুন মাসের ২৮ দিনেই দেশে এসেছে ২৩৭ কোটি ডলার। অর্থবছরের বাকি মাত্র দুই দিন থাকতেই ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম।

প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্য

গত অর্থবছরের (২০২৩-২৪) একই সময় পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। তুলনামূলকভাবে এবারের পরিমাণ ২৬ দশমিক ৫ শতাংশ বেশি। বিশ্লেষকরা বলছেন, প্রবাসীদের পাঠানো অর্থ প্রবাহ বাড়াতে সরকার ও বাংলাদেশ ব্যাংকের নানা উদ্যোগ এর পেছনে বড় ভূমিকা রেখেছে।

সম্ভাব্য কারণ

  • হুন্ডির পরিবর্তে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সঙ্গে সমন্বয়
  • প্রণোদনার হার ২.৫ শতাংশ বজায় রাখা
  • উৎসবকালীন সময় ও হজ মৌসুমে রেমিট্যান্স প্রবাহে গতি
  • শ্রমবাজার সম্প্রসারণ ও নতুন কর্মী প্রেরণ

বিশ্ব অর্থনীতির নানা চ্যালেঞ্জ সত্ত্বেও প্রবাসী বাংলাদেশিদের এই আস্থা ও অবদানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ায় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

Scroll to Top