নেতানিয়াহুর বিরুদ্ধে গাজা যুদ্ধকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গাজা যুদ্ধকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির সংসদ সদস্যরা। তাদের দাবি, দুর্নীতির মামলায় নিজেকে রক্ষা করতে নেতানিয়াহু যুদ্ধ পরিস্থিতিকে ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করছেন।

ইসরায়েলি সংসদ নেসেটের ডেমোক্র্যাটস পার্টির সদস্য না’আমা লাজিমি বলেন, “নেতানিয়াহু আমাদের ও ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে নিজের মামলার সঙ্গে জড়িয়ে ফেলেছেন।” তিনি অভিযোগ করেন, “দুর্নীতির অভিযোগ থেকে মুক্তির বিনিময়ে রাজনৈতিক সমঝোতা ও যুদ্ধ বন্ধের চুক্তি করতে চেয়েছেন প্রধানমন্ত্রী।”

আরেক আইনপ্রণেতা গিলাদ কারিভ বলেন, “নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠরা জাতীয় নিরাপত্তা ও জিম্মিদের জীবন নিয়ে রাজনীতি করছেন, শুধুমাত্র আদালতের বিচারের হাত থেকে বাঁচতেই।”

ইয়েশ আতিদ পার্টির সদস্য কারিন এলহারার মন্তব্য করেন, “প্রধানমন্ত্রী ব্যক্তিগত আইনি সংকটের সঙ্গে জাতীয় সিদ্ধান্তকে গুলিয়ে ফেলেছেন, যা দেশের স্বার্থবিরোধী।”

দুর্নীতির অভিযোগে বিচারাধীন

নেতানিয়াহুর বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা বিচারাধীন রয়েছে, যেখানে ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের মতো অভিযোগ রয়েছে। এমন এক সময়ে এসব অভিযোগ সামনে এসেছে, যখন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে।

বিশ্লেষকরা বলছেন, বর্তমান গাজা যুদ্ধ নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে ব্যবহৃত হচ্ছে, যা তার বিরুদ্ধে থাকা আইনি ঝুঁকি থেকে মনোযোগ সরিয়ে রাখার কৌশল হতে পারে।

Scroll to Top