‘অধিকার যুদ্ধ’-এর ডাক, জুলাইজুড়ে রাজপথে এনসিপি

ঢাকা, ২৯ জুন: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোটাধিকার হরণ এবং নাগরিক অধিকার হরণের প্রতিবাদে জুলাই মাসজুড়ে দেশব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি এই কর্মসূচিকে আখ্যা দিয়েছে ‘অধিকার যুদ্ধ’

ঢাকায় এক সংবাদ সম্মেলনে এনসিপি চেয়ারম্যান বলেন, “এটি কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, এটি মানুষের ন্যায্য অধিকারের লড়াই।”

তিনি অভিযোগ করেন, জনগণ চরম দুর্দশায় দিন কাটাচ্ছে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা বঞ্চনার শিকার। এই বাস্তবতা থেকেই এনসিপি রাজপথে নামছে বলে জানান তিনি।

কর্মসূচির বিস্তারিত

  • ১ জুলাই থেকে শুরু হবে গণসংযোগ ও লিফলেট বিতরণ
  • জেলা ও উপজেলা পর্যায়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
  • রাজধানীতে বিক্ষোভ মিছিল, জনসভা ও ‘জনতার সংলাপ’
  • ৩০টির বেশি স্থানে চলবে ‘অধিকার যুদ্ধ’ কর্মসূচি

এনসিপির মহাসচিব বলেন, “রাজনীতিতে নিরবতা মানেই অন্যায়কে প্রশ্রয়। আমরা জনগণের কণ্ঠস্বর হয়েই মাঠে থাকব।”

শান্তিপূর্ণ আহ্বান

দলটির পক্ষ থেকে সব শ্রেণি-পেশার মানুষকে কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে। এনসিপি জানিয়েছে, এই কর্মসূচি কোনো পক্ষের বিরুদ্ধে নয়— এটি সম্পূর্ণরূপে সাধারণ মানুষের অধিকারের পক্ষে।

চেয়ারম্যান বলেন, “ভয় নয়, প্রতিবাদই শেষ ভরসা। এই আন্দোলন হচ্ছে একটি সম্মিলিত প্রতিবাদের সূচনা।”

Scroll to Top