ঢাকা, ২৯ জুন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেছেন, “গণঅভ্যুত্থানের পরবর্তীকালে এখন পর্যন্ত নাহিদ ইসলাম-এর চেয়ে গ্রহণযোগ্য নেতৃত্ব পাওয়া যায়নি।” নিজের ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মাহিন সরকারের পোস্ট অনুযায়ী, সরকার পক্ষ সময়মতো জুলাইয়ের ঘোষণাপত্র দিতে ব্যর্থ হওয়ায়, একদফার ঘোষক হিসেবে নাহিদ ইসলাম-এর হাতেই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি লিখেছেন, “গ্রহণযোগ্যতার মানদণ্ডে এর চেয়ে উত্তম কিছু হতে পারে না।”
এনসিপি নেতার এই মন্তব্যকে আন্দোলনের পরবর্তী রূপরেখা এবং নেতৃত্ব বিষয়ে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মাহিন সরকার আরও বলেন, “এই মুহূর্তে একটি সুসংগঠিত ও গ্রহণযোগ্য নেতৃত্ব জরুরি, এবং নাহিদ ইসলাম সেই নেতৃত্ব প্রদানে সবচেয়ে উপযুক্ত।”
প্রেক্ষাপট
গত গণআন্দোলনের পর, ছাত্র-যুব-সাধারণ মানুষের জোটের নেতৃত্ব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। জুলাই মাসের ঘোষণাপত্র ঘিরে জনমানসে নানা প্রত্যাশা তৈরি হয়। তবে সরকারপক্ষের নীরবতায় হতাশা তৈরি হয়েছে অংশগ্রহণকারী নানা পক্ষের মাঝে।
এমন প্রেক্ষাপটে মাহিন সরকারের পক্ষ থেকে আসা এই মন্তব্য কার্যত আন্দোলনের ঘোষক নির্ধারণ ও পরবর্তী সাংগঠনিক কৌশলের দিকে একটি বড় ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।