লক্ষ্মীপুর, ৩০ জুন: মাদক কেনার টাকা না দেওয়ায় ওজু করার সময় পেছন থেকে কুপিয়ে বৃদ্ধ পিতা হযরত আলী গাজী (৭৫)-কে হত্যা করেছেন ছেলে মামুন (৩৫)। এই ঘটনায় র্যাবের অভিযানে ঢাকায় গ্রেপ্তার হয়েছেন মামুন।
সোমবার (৩০ জুন) বেলা ১১টার দিকে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির কর্মকর্তারা। রোববার রাতে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনাপ্রবাহ
গত ১১ জুন রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মামুন তার বাবার কাছে মাদক কেনার জন্য টাকা চায়। বাবা হযরত আলী অপারগতা প্রকাশ করলে, এশার নামাজের আগে টিউবওয়েলে ওজু করতে যাওয়া বৃদ্ধ পিতাকে পেছন থেকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে সে।
স্থানীয়রা ছুটে এলে মামুন পালিয়ে যায়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হযরত আলীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ছেলে নুর হোসেন গাজী বাদী হয়ে মামুনের বিরুদ্ধে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
আসামির অতীত ও গ্রেপ্তার
র্যাব জানায়, মামুন একজন মাদকসেবী ও মাদক বিক্রেতা। মাদকসংক্রান্ত কারণে আগেও সে পুলিশের হাতে গ্রেপ্তার হয় এবং জামিনে ছাড়া পেয়ে পুনরায় একই কার্যকলাপে লিপ্ত হয়।
র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান, “ঘটনার পর থেকেই মামুন পলাতক ছিল। র্যাব-১১ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মামুন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।”
গ্রেপ্তারের পর মামুনকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।