ব্যাগে ম্যাগাজিন, ‘চশমা-ভুল’ প্রসঙ্গে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সোমবার (৩০ জুন) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার হাতব্যাগে একটি অস্ত্রের খালি ম্যাগাজিন পাওয়া যাওয়ার ঘটনার বিষয়ে তিনি বলেন, “এটা একে-৪৭ নয়, এটা ছিল আমারই একটি বৈধ পিস্তলের খালি ম্যাগাজিন। ভুলবশত ব্যাগে থেকে গিয়েছিল।”

তিনি আরও বলেন, “অনেক সময় ভুল হয়। যেমন, আপনি চশমা নিতে চান কিন্তু ভুলে মোবাইল নিয়ে বেরিয়ে যান। এটাও তেমনই এক ভুল। আগে জানলে কোনো অবস্থাতেই এটি সঙ্গে নিতাম না।”

সাংবাদিকদের প্রশ্ন ছিল—লাইসেন্সধারী অস্ত্রের জন্য বয়সসীমা ৩০ হলেও তিনি কীভাবে পিস্তলের লাইসেন্স পেলেন, যখন তার বয়স ৩০ হয়নি? উত্তরে উপদেষ্টা বলেন, “আমি আইনটা খুঁটিয়ে দেখিনি, তাই এ বিষয়ে মন্তব্য করতে পারছি না।”

এদিকে, তিনি আশ্বস্ত করেন যে, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলমান জাতীয় অনুষ্ঠানসমূহ নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং এ নিয়ে জনগণের উদ্বেগের কিছু নেই।

পটভূমি:
রোববার (২৯ জুন) মরক্কো যাওয়ার সময় বিমানবন্দরে চেকইনের সময় উপদেষ্টার ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন ধরা পড়ে, যা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়।

Scroll to Top