আমরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করেছি”—জোরালো দাবি ট্রাম্পের

সোমবার (৩০ জুন) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, “আমরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি।” তিনি আরও বলেন, “আমি ইরানের সঙ্গে কোনো আলোচনা করছি না এবং তাদের কোনো কিছুই দিচ্ছি না।”

এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প মূলত প্রতিক্রিয়া জানান সম্প্রতি একটি মিডিয়া রিপোর্টের, যেখানে বলা হয়েছিল তার প্রশাসন ইরানকে ৩০ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। ট্রাম্প এই দাবি প্রত্যাখ্যান করে একে ‘ভুয়া খবর’ হিসেবে আখ্যা দেন।

ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনসকে উদ্দেশ করে লেখেন,
“ক্রিস কুনস যেন জানে—আমি ওবামার মতো ইরানকে কিছু দিচ্ছি না। ওবামা জেসিপিওএ (পারমাণবিক চুক্তি) বাস্তবায়নের নামে বিলিয়ন ডলার দিয়েছিলেন। আর আমি তাদের সঙ্গে কোনো আলোচনায় নেই। কারণ আমরা তাদের পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি।”

এর আগে ইরান-ইসরায়েল সংঘাতের সময়, যুক্তরাষ্ট্র ইরানের কিছু পারমাণবিক স্থাপনায় হামলা চালায়—এমন সংবাদ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। তবে এই হামলার ব্যাপারে বিস্তারিত কোনো স্বাধীন যাচাই হয়নি।

এমন এক সময় ট্রাম্প এই বক্তব্য দিলেন, যখন মার্কিন সিনেটে ইরান নিয়ে নতুন সামরিক পদক্ষেপে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি ডেমোক্র্যাট প্রস্তাব বাতিল হয়ে গেছে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের মন্তব্য রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: TRT World, Truth Social, সিনেট ডিবেট আর্কাইভ

Scroll to Top