ব্রোকারেজ হাউসগুলোর জন্য বাধ্যতামূলক সংশোধন অযোগ্য ব্যাক অফিস সফটওয়্যার চালুর সময়সীমা আজ সোমবার (৩০ জুন) শেষ হচ্ছে। তবে ঈদ ও অন্যান্য সরকারি ছুটির কারণে বাস্তবায়নের কার্যক্রমে বিলম্ব হওয়ায় সময়সীমা দুই মাস বাড়ানোর আবেদন জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
রোববার (২৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার (সিআরও) কাছে ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি পাঠিয়ে এ অনুরোধ জানানো হয়।
ডিবিএ জানায়, ইতোমধ্যে বেশিরভাগ ব্রোকারেজ হাউস নিজ নিজ প্যানেলভুক্ত সফটওয়্যার বিক্রেতাদের (ভেন্ডর) সঙ্গে চুক্তি করেছে। কিন্তু সীমিত সম্পদ ও মানবশক্তির কারণে ভেন্ডররা একযোগে সব হাউসে সফটওয়্যার বাস্তবায়নে হিমশিম খাচ্ছে। ফলে সময়সীমা বাড়ানো অত্যন্ত জরুরি।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সফটওয়্যার বাস্তবায়নের মাধ্যমে সিডিবিএল ও ব্রোকার হাউসগুলোর তথ্যের গরমিল কমবে, ফলে পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। এ প্রেক্ষিতে, ডিবিএ সময়সীমা আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়েছে।
এর আগে, ৩০ এপ্রিল বিএসইসির ৯৫৪তম কমিশন সভায় ৩০ জুন পর্যন্ত সময় নির্ধারণ করা হয়।
এ বিষয়ে ডিবিএর সচিব দিদারুল গনী বলেন, ‘সফটওয়্যার বাস্তবায়নে হাউসগুলো দৃঢ়প্রতিজ্ঞ। শুধুমাত্র টেকনিক্যাল ও সময়-সংক্রান্ত কারণে বিলম্ব হচ্ছে। তাই এ সময়সীমা বাড়ানো অত্যাবশ্যক।’