দেশেই বাইপাস সার্জারির সিদ্ধান্ত জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা আগামী শনিবার (৩ আগস্ট) তার সার্জারি করার প্রস্তুতি নিচ্ছেন।

ডা. শফিকের ব্যক্তিগত সহকারী (পিএস) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “সার্জারির জন্য বিদেশে নেওয়ার প্রস্তাব থাকলেও আমিরে জামায়াত নিজেই দেশেই চিকিৎসা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”

দলের শীর্ষ নেতারা ইতোমধ্যে হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। তার দ্রুত আরোগ্য কামনায় পরিবারের পাশাপাশি দলের পক্ষ থেকেও দেশ-বিদেশের নেতাকর্মীদের দোয়া চাওয়া হয়েছে।

হৃদযন্ত্রে তিনটি ব্লক

জানা যায়, বুধবার সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়ার পর বিকেলে তার এনজিওগ্রাম করা হয়। এতে হার্টে তিনটি বড় ব্লকের অস্তিত্ব ধরা পড়ে। কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের অধীনে এই এনজিওগ্রাম করা হয়। অন্য একটি সূত্র জানায়, ব্লকের সংখ্যা আসলে তিনটির বেশি হতে পারে।

আগের অসুস্থতা এবং বর্তমান অবস্থা

এর আগে ১৯ জুলাই জাতীয় সমাবেশে বক্তব্যকালে দু’বার মঞ্চেই অচেতন হয়ে পড়েন ডা. শফিক। প্রাথমিকভাবে পানিশূন্যতাকে দায়ী করা হলেও চিকিৎসকরা তখন থেকে নিয়মিত চেকআপ চালিয়ে আসছিলেন। সর্বশেষ বুধবার সকালেও তিনি দলের এক অনুষ্ঠানে বক্তব্য দেন এবং সেখান থেকে সরাসরি হাসপাতালে যান।

দোয়ার আহ্বান

তার অসুস্থতায় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সেলিম উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমিরে জামায়াতের সুস্থতা কামনায় দেশ-বিদেশের ভাইবোনদের কাছে দোয়া চাইছি।”

একই ধরনের বার্তা দিয়েছেন দলের আরও বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা, যারা তাকে “বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা” ও “মানবিক নেতৃত্বের প্রতীক” হিসেবে উল্লেখ করেছেন।

Scroll to Top