গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, শাহবাগে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে নতুন একটি মব তৈরি করা হচ্ছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই অভিযোগ তুলে ধরেন।
স্ট্যাটাসে রাশেদ খান লিখেছেন, “যতটুকু তথ্য পেয়েছি, শাহবাগে ‘জুলাই যোদ্ধা’ নামের ব্যানারে মানুষ জড়ো হতে বলা হচ্ছে। কারা এটি করছে, তা অনুমান করা কঠিন নয়। অথচ এই সময়ে সরকার ও বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে জাতীয় ঐকমত্য নিয়ে আলোচনা চলছে। আলোচনা চলছে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে, এমন অবস্থায় হঠাৎ শাহবাগ অবরোধের ডাক দিয়ে স্থিতিশীলতা নষ্টের চেষ্টা হচ্ছে।”
তিনি আরও বলেন, “জুলাই যোদ্ধা কি শুধু ১০০–২০০ জন? সারা দেশে কোটি কোটি মানুষ জুলাই সনদের পক্ষে। মুক্তিযুদ্ধ মঞ্চের মতো রাজনীতি থামান। দেশকে অস্থির করে আরেকটি ১/১১ পরিস্থিতি তৈরি করার চেষ্টাকে মানুষ প্রতিহত করবে।”
রাশেদ খান সতর্ক করে বলেন, “এই উত্তেজনার সুযোগ নিয়ে আওয়ামী লীগ সবচেয়ে বেশি রাজনৈতিক ফায়দা নিতে পারে। তাই ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখতে হবে।” তিনি দেশবাসীকে ভারতীয় ‘অস্থিতিশীলতার ফাঁদ’ থেকে সজাগ থাকার আহ্বান জানান।