‘যথাযথ হিস্যা না পাওয়াই সব সমস্যার মূল’ — ঢাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতির মন্তব্য

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতি আব্দুল কাদের বলেছেন, ‘সাদিক কায়েম কখনো চাঁদাবাজি করেছেন বলে আমি শুনিনি, তবে তিনি অভ্যুত্থানে অবদান অনুযায়ী শুধু নিজের হিস্যা চেয়েছেন।’

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল কাদের বলেন, “সব সমস্যার মূল হচ্ছে ‘যথাযথ হিস্যা না পাওয়া’। অভ্যুত্থানের পর জামায়াত-শিবির ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি, বিশেষ করে ঢাবি শিবিরের সাবেক এক সভাপতি ও অপর একজন শিবির নেতার স্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ে নিজেদের মতাদর্শী লোক বসানোর ক্ষেত্রে লিয়াজো করতেন।”

তার দাবি, এই লিয়াজোর কাজের সময় আসিফ ও নাহিদের নাম ভাঙিয়ে তদবির করা হচ্ছিল, যা তাঁদের (আসিফ-নাহিদ) অজ্ঞাতে হয়েছিল। বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে একটি চিঠি পাঠানো হয় যাতে বলা হয়, ওই দুই ব্যক্তির তদবির গ্রহণযোগ্য নয়।

আব্দুল কাদের বলেন, এই পরিস্থিতির পরেই সাদিক কায়েম ক্ষোভ প্রকাশ করেন। এক রাতে তাঁকে বারবার ফোন করে দেখা করতে বলেন। দীর্ঘ আলোচনায় সাদিক কায়েমের মূল অভিযোগ ছিল, ‘অভ্যুত্থানে অবদান রেখেও তাঁকে এবং তাঁর ঘনিষ্ঠদের ইনজাস্টিস বা অন্যায় করা হচ্ছে। মাহফুজ, নাহিদ, আসিফরা কথা রাখেননি।’

তিনি আরও বলেন, “সাদিক ভাই মনে করেন, তাঁরা ত্যাগ করেছেন, অবদান রেখেছেন; অথচ এখন তাঁদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। ক্ষমতার অংশীদারিত্ব নিয়েই মূল অসন্তোষ।”

Scroll to Top