গোয়াইনঘাট ও জাফলং থেকে আড়াই হাজার ঘনফুট করে পাথর উদ্ধার

সিলেটের গোয়াইনঘাটের বিন্নাকান্দি গ্রাম ও জাফলং জিরো পয়েন্ট থেকে লুট হওয়া মোট ৫ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছে প্রশাসন।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গাংপাড় এলাকায় অভিযান চালিয়ে আড়াই হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। একইদিন বিকেলে জাফলংয়ের বেয়াই রেস্টুরেন্টের পেছন থেকে আরও আড়াই হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, উদ্ধার করা পাথরগুলো সাদাপাথর ও জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হবে। তিনি আরও বলেন, গত তিন দিনে মোট ১১ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে, যার মধ্যে সাড়ে ৮ হাজার ঘনফুট ইতোমধ্যে প্রতিস্থাপন করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

Scroll to Top