চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা মুহাম্মদ জাহাঙ্গীর আলম স্থানীয় আব্দুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের সভাপতি হওয়ার বিষয়ে বিতর্কে ঘিরে আছেন। অভিযোগ উঠেছে, আগে ব্যাংকে চাকরিচ্যুত হওয়া তার শিক্ষাগত যোগ্যতার জাল সনদ ব্যবহার করে তিনি বিদ্যালয়ের সভাপতির পদটি দখল করেছেন।
সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরকে ২০২৩ সালে জাল সনদের কারণে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। চলতি বছরের এপ্রিলে বিদ্যালয়ের অ্যাডহক কমিটির মাধ্যমে তিনি সভাপতি হিসেবে মনোনীত হন।
জানা গেছে, বিদ্যালয় কর্তৃপক্ষ তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে জমা দেওয়া ইউএসটিসির এমবিএম ডিগ্রি এবং অন্যান্য সনদও জাল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেন, সাধারণত বিদ্যালয় প্রধান শিক্ষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রস্তাবনা ছাড়া শিক্ষা বোর্ড কমিটি স্বতঃসিদ্ধভাবে যাচাই করে না। তবে অভিযোগ প্রমাণিত হলে সভাপতি পদ বাতিল করা হতে পারে।
জাহাঙ্গীরের বক্তব্য, ব্যাংক থেকে বরখাস্ত হওয়ার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। তবে বিষয়টি এখনো স্থানীয় প্রশাসন ও শিক্ষা বোর্ডের নজরে রয়েছে।