রাবি ছাত্রদলে আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, বহিষ্কৃত তিন নেতা ফিরে পেলেন পদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের ১১৩ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের ফেসবুক পেজে শনিবার রাতে কমিটি প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে চাঁদাবাজির অভিযোগে আগে বহিষ্কৃত তিন নেতাকে পুনরায় পদ দেওয়া হয়েছে। সভাপতির দায়িত্ব পেয়েছেন সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম এবং সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হলে আংশিক কমিটি গঠন করা হয়েছে। তবে কোনো ছাত্রী হলে কমিটি দেওয়া হয়নি। নতুন হল কমিটিকে সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটিতে সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন দায়িত্বে মোট ১১৩ জন শিক্ষার্থী দায়িত্ব পেয়েছেন।

Scroll to Top