আমীর খসরু মাহমুদ চৌধুরী: বিএনপি বিভাজনের রাজনীতি করে না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি কোনো বিভাজনের রাজনীতি করে না এবং সব ধর্ম ও বর্ণের মানুষকে নিয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করবে।

শনিবার (১৬ আগস্ট) চট্টগ্রাম শহরের জে এম সেন হল প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে চারদিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ধর্ম সম্মেলন ও সাধু-সন্ত ঋষি বৈষ্ণব মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

প্রধান অতিথি আমীর খসরু বলেন, শ্রীকৃষ্ণের মতো মহামানবরা মানবজাতির মঙ্গল ও শান্তির জন্য জন্মগ্রহণ করেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে বিশ্বে হানাহানি ও যুদ্ধ চলছে, তাই সকলের সহনশীলতা প্রয়োজন।

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী সবাই সমান অধিকারভোগী এবং “সংখ্যালঘু” বা “অসাম্প্রদায়িক” শব্দের কোনো প্রয়োজন নেই। দেশের মানুষ একটি জাতি ও সমাজ গঠন করে, তাই সাম্প্রদায়িকতা ও বিভাজন বন্ধ করা উচিত।

বক্তৃতার শেষে, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন আর কে দাশ রুপুর সভাপতিত্বে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

Scroll to Top