শনিবার সকালে গাজার বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ইসরাইলি দখলদার সেনাদের কমান্ড সেন্টার লক্ষ্য করে সমন্বিত হামলা চালিয়েছে। হামলার নেতৃত্ব দিয়েছে হামাসের আল কাসাম ব্রিগেড ও ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড, সঙ্গে মাঠে নামেছে ওমর আল কাসেম ফোর্স এবং আল আকসা শহীদ ব্রিগেড।
হামলার সময় মর্টারশেল, ক্ষেপণাস্ত্র ও স্বল্পপাল্লার অস্ত্র ব্যবহার করা হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিস, আল জাইতুন ও জাবালিয়া এলাকা লক্ষ্য করে একাধিক কমান্ড পোস্টে আঘাত হানা হয়েছে। ফিলিস্তিনি পক্ষ দাবি করেছে, এই হামলায় ইসরাইলি সেনাদের মধ্যে বড় ক্ষয়ক্ষতি হয়েছে।
ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী বলেছে, এই অভিযানগুলো শুধু আক্রমণ নয়, বরং গাজার জনগণ ও যোদ্ধাদের লড়াই অব্যাহত থাকার বার্তা। তারা জানিয়েছেন, দখলদার সেনারা যত আধুনিক অস্ত্রশক্তি ব্যবহার করুক, প্রতিরোধের স্পৃহা ভাঙতে পারবে না।
গাজার মানুষদের কাছে এই লড়াই এখন প্রতিরোধের পাশাপাশি টিকে থাকার সংগ্রাম, এবং প্রতিটি হামলা প্রতিফলিত করছে—গাজা হার মানেনি।