শনিবার (১৬ আগস্ট) ইসরায়েলের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং চলমান যুদ্ধের অবসান দাবি করেছেন। খবর আনাদুলুর।
ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, জেরুজালেমের প্যারিস স্কয়ার, হাইফার হোরেভ সেন্টার, দক্ষিণের বিয়ারশেবা ও উত্তরের নাহারিয়ার গুরুত্বপূর্ণ মোড়ে বিক্ষোভকারীরা সমবেত হন। সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয় তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে ও রথসচাইল্ড স্ট্রিটের হাবিমা স্কয়ারে।
বিক্ষোভকারীরা সরকারকে হামাসের সঙ্গে দ্রুত বন্দি বিনিময় চুক্তি করার আহ্বান জানান। বন্দিদের স্বজনরা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে আলোচনায় বাধা দিচ্ছেন।
সরকারি হিসাব অনুযায়ী, গাজায় বর্তমানে প্রায় ৫০ জন ইসরায়েলি বন্দি রয়েছেন, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলি কারাগারে ১০,৮০০-এর বেশি ফিলিস্তিনি বন্দি আছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, কারাগারে নির্যাতন, খাবার সংকট ও চিকিৎসা অবহেলার কারণে বহু বন্দি মারা গেছেন।
আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি সেনাবাহিনী ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ চালিয়ে আসছে, যেখানে ফিলিস্তিনি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬১,৯০০।
গত নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক মামলা চলছে।