জাপানের ব্যস্ত রাস্তায় মানুষ হাঁটলেই বিদ্যুৎ উৎপন্ন!

জাপান নতুন এক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ব্যস্ত শহরের রাস্তাঘাট ও রেলস্টেশনগুলোকে বিদ্যুৎ উৎপাদনের উৎসে পরিণত করেছে। এই প্রযুক্তির নাম পায়োজোইলেকট্রিক টাইলস

টাইলের ওপর চাপ পড়লেই তা যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুতে রূপান্তরিত হয়। উদাহরণস্বরূপ, টোকিওর শিনজুকু স্টেশনে প্রতিদিন প্রায় ৩৮ লাখ যাত্রী চলাচল করেন। লাখো মানুষের হাঁটার ফলে সামান্য শক্তি মিলেই তা বড় পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। ২০০৮ সালে প্রতিটি টাইল একবারের চাপেই আনুমানিক ০.১ ওয়াট বিদ্যুৎ দিত, এখন উন্নত প্রযুক্তিতে একেকটি পা থেকে ৩০ ওয়াট পর্যন্ত শক্তি উৎপন্ন হতে পারে।

তবে এই প্রযুক্তি এখনও সীমিতভাবে ব্যবহার করা হচ্ছে। প্রধান কারণে হলো উচ্চ খরচ ও তুলনামূলক কম উৎপাদন। একটি টাইলের দাম হতে পারে ৫০–১০০ ডলার। কম জনবহুল এলাকায় ব্যবহার লাভজনক নয়, আর ব্যস্ত এলাকায় টাইল ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি।

গবেষণায় দেখা গেছে, ব্যস্ত স্টেশনে টাইল বসালে বিদ্যুৎ উৎপাদনের খরচ প্রায় ৯৯.৯৩ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। ভবিষ্যতে আরও শক্তিশালী ও টেকসই টাইল বানালে এই প্রযুক্তি নবায়নযোগ্য শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠতে পারে।

Scroll to Top