বিদেশে দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হচ্ছে

বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলো থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা এসেছে। চারটি দূতাবাসের রাষ্ট্রদূতরা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রাষ্ট্রদূত জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় মৌখিকভাবে নির্দেশনা দিয়েছে, যা বিভিন্ন অঞ্চলে সিনিয়র মিশন প্রধানদের মাধ্যমে জানানো হচ্ছে। অন্য তিনটি দূতাবাসও বৃহস্পতিবার ও শুক্রবার একই নির্দেশনা পেয়েছে। নির্দেশনা অনুযায়ী কিছু মিশনে রাষ্ট্রপতির ছবি ইতিমধ্যেই সরানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান বলেন, “মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর কথা শুনেছি, তবে লিখিত কোনো নির্দেশনা পাইনি।”

একটি মিশনের নতুন যোগ দেওয়া প্রধান জানিয়েছেন, গত বছরের ৫ আগস্ট সরকারের পরিবর্তনের পর শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলা হয়েছিল। সাবধানতার কারণে কিছু মিশন রাষ্ট্রপতির ছবিও নামিয়েছে, বিশেষ করে যেখানে অনেক বাংলাদেশি বসবাস করেন এবং ‘মব’ হামলার আশঙ্কা থাকে।

Scroll to Top