লা লিগার নতুন মৌসুম শুরু হয়েছে বার্সেলোনার শক্তিশালী জয়ে। সন মইক্স স্টেডিয়ামে গত রাতে বার্সা মায়োর্কাকে ৩-০ গোলে পরাজিত করে। তবে ম্যাচের রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আলোচনা ছড়িয়েছে।
২৩ মিনিটে ফেরান তোরেসের গোলের আগে মায়োর্কা অধিনায়ক লামিনে ইয়ামালের মুখে আঘাত করেন, তবুও রেফারি খেলা চালিয়ে দেন এবং বার্সা এগিয়ে যায়। প্রথমার্ধেই মায়োর্কার দুই খেলোয়াড় লাল কার্ড পান, যার ফলে দল ৯ জনের দলে পরিণত হয়।
মায়োর্কা ডিফেন্ডার রাইওলা অভিযোগ করেছেন, “ছোটখাট অনেক ভুল হয়েছে, সবগুলোই আমাদের বিপক্ষে গেছে। খেলোয়াড় অসুস্থ হলে খেলা থেমে থাকা উচিত।”
দ্বিতীয়ার্ধে মায়োর্কা গর্বের সঙ্গে খেললেও বার্সেলোনা তিনটি গোল করে নিশ্চিত জয় নেয়। গোলদাতারা ছিলেন তোরেস, ইয়ামাল ও রাফিনিয়া। নতুন মৌসুমে গোলরক্ষক হুয়ান গার্সিয়া এবং ফরোয়ার্ড মারকাশ রাশফোর্ডের অভিষেক হয়েছে; রাশফোর্ড ৬৯ মিনিটে তোরেসের বদলি হিসেবে নামেন।