পটুয়াখালায় চিরকুট লিখে দর্জিদোকানের আত্মহত্যা

পটুয়াখালীর কলাপাড়ায় লোকমান সরদার (৩২) নামে এক দর্জিদোকানি চিরকুট লিখে আত্মহত্যা করেছেন। শনিবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারসংলগ্ন ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত লোকমান সরদার পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন এবং পাখিমারা বাজারে একটি দোকান চালাতেন।

পুলিশ জানায়, আত্মহত্যার আগে তিনি চিরকুটে উল্লেখ করেছেন যে স্ত্রী তাকে ভালোবাসেন না, টাকার অভাবে সংসারে অশান্তি থাকত এবং স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে পারে—এমন মানসিক যন্ত্রণার কারণে তিনি জীবন শেষ করার সিদ্ধান্ত নেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

Scroll to Top