মৃত্যু, পরকাল আর নিজের ভাগ্য—এই তিনটি বিষয় নিয়েই সাম্প্রতিক সময়ে সরব হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বভাবসুলভ রসিকতা মিশিয়ে এবার তিনি বললেন, “আমার মনে হয় আমি স্বর্গে যেতে পারব না।”
রোববার ইসরায়েল সফরে যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। কথার একপর্যায়ে তিনি বলেন, “আমি একটু মজা করছিলাম, তবে সত্যি বলতে এমন কিছু করিনি, যা আমাকে স্বর্গে নিয়ে যাবে। আমার মনে হয়, আমি সেই পথে নই।” এরপর হাসতে হাসতে যোগ করেন, “আমরা তো এখন এয়ার ফোর্স ওয়ানে আছি—হয়তো এটাই আমার স্বর্গ!”
ট্রাম্প আরও বলেন, “আমি নিশ্চিত নই স্বর্গে যেতে পারব কি না, কিন্তু আমি জানি, আমি অনেক মানুষের জীবনকে ভালো করেছি। ২০২০ সালের নির্বাচন যদি কারচুপির না হতো, তাহলে আমিই এখন হোয়াইট হাউসে থাকতাম। আর আমি থাকলে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে হামলা চালাতেন না।”
তিনি বাইডেন প্রশাসনকে অদক্ষ ও দুর্বল বলেও সমালোচনা করেন। ট্রাম্পের ভাষায়, “একজন অযোগ্য প্রেসিডেন্ট দেশ চালিয়েছেন। সেই জালিয়াত নির্বাচনের কারণেই লাখ লাখ মানুষ কষ্টে পড়েছে।”
এর আগেও ট্রাম্প ‘স্বর্গে যাওয়ার সম্ভাবনা’ নিয়ে হাস্যরসাত্মকভাবে মন্তব্য করেছিলেন। গত আগস্টে তিনি ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে বলেছিলেন, “যদি আমি প্রতি সপ্তাহে সাত হাজার মানুষের জীবন বাঁচাতে পারি, তাহলে হয়তো ঈশ্বর আমাকে স্বর্গে জায়গা দেবেন।”
তার ওই বক্তব্যের পর প্রচারদল একটি তহবিল সংগ্রহ অভিযান চালায়, যার শিরোনাম ছিল—“I want to try and get to heaven”। ই-মেইলে ট্রাম্প লেখেন, “২০২৪ সালের জুলাইয়ে একজন আততায়ী যখন আমার ওপর গুলি চালায়, তখন আমি মৃত্যুর একচুল দূরে ছিলাম। কিন্তু ঈশ্বরের কৃপায় বেঁচে গেছি। হয়তো তিনি আমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছেন—আমেরিকাকে আবার মহান করার জন্য।”
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এই মন্তব্য প্রসঙ্গে বলেন, “আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট সত্যিই স্বর্গে যেতে চান—যেমনটা আমরা সবাই চাই।”
