আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক: পুতিন চাইলেন ইউক্রেনের কিছু ভূখণ্ড

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের কিছু দখলকৃত এলাকা ফেরত দেওয়ার বিনিময়ে কিয়েভের পূর্বাঞ্চলের বিশাল অংশ রাশিয়ার হাতে তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

পুতিনের প্রস্তাব অনুযায়ী, ইউক্রেনকে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল ছাড়তে হবে। বিনিময়ে রাশিয়া দক্ষিণাঞ্চলীয় খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলে যুদ্ধক্ষেত্র স্থির রাখবে এবং কিছু ছোট এলাকা (যেমন সুমি ও খারকিভ) ফেরত দিতে পারে। তবে যুদ্ধবিরতি চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত কার্যকর হবে না।

পুতিন আরও চেয়েছেন:

  • ক্রিমিয়ার ওপর রাশিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি।
  • ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না।
  • ইউক্রেনে রুশ ভাষার সরকারি মর্যাদা ও রাশিয়ান অর্থোডক্স চার্চের স্বাধীন কার্যক্রম নিশ্চিত করা।
  • কিছু পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ট্রাম্প জানিয়েছেন, তিনি ও পুতিন ভূখণ্ড হস্তান্তর ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে ব্যাপকভাবে একমত হয়েছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দোনেৎস্কের মতো গুরুত্বপূর্ণ এলাকা থেকে তারা কোনোভাবেই পিছু হটবে না।

এই প্রস্তাব এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এবং ইউক্রেন, ইউরোপীয় নেতারা এর সঙ্গেও যুক্ত রয়েছেন। বৈঠকের এক সপ্তাহ আগে ট্রাম্প রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন।

Scroll to Top