ঢাকা, ৩১ জুলাই:
আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠায় সেনাবাহিনীর একজন কর্মকর্তা, মেজর সাদিককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছেন সেনা সদর দপ্তরের মিলিটারি অপারেশনস পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে ঢাকা সেনানিবাসে অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান,
“মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তাকে হেফাজতে নিয়েছি এবং জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তে দোষী প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “তদন্তাধীন বিষয়ে এর বেশি কিছু বলা এই মুহূর্তে সমীচীন নয়।”
পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি ও কেএনএফ প্রসঙ্গ
এ সময় পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল নাজিম-উদ-দৌলা। তিনি বলেন, “ইউপিডিএফ, জেএসএসসহ স্থানীয় সশস্ত্র দলগুলোর মধ্যে আধিপত্য ও চাঁদাবাজিকে কেন্দ্র করে নিয়মিত সংঘর্ষ হচ্ছে। সেনাবাহিনী এসব নিয়ন্ত্রণে সক্রিয় রয়েছে।”
তিনি জানান, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামের সশস্ত্র সংগঠনটি মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে এবং অস্ত্র সংগ্রহ করছে। তবে কেএনএফ পার্বত্য চট্টগ্রামে কোনো স্থায়ী আধিপত্য প্রতিষ্ঠা করতে পারছে না বলেও তিনি উল্লেখ করেন।
“তারা একই জাতিগোষ্ঠীর হওয়ায় যোগাযোগ স্বাভাবিক, তবে সেনাবাহিনীর কার্যক্রমে তারা কোণঠাসা হয়ে পড়েছে,”— বলেন ব্রিগেডিয়ার জেনারেল