ইরানের সঙ্গে পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের অন্তত ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও এনডিটিভি বৃহস্পতিবার (৩১ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, ইরানি জ্বালানি পণ্য কেনাবেচা ও বিপণনে সক্রিয়ভাবে অংশগ্রহণের দায়ে বিশ্বব্যাপী মোট ২০টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার মধ্যে ছয়টি ভারতের।
নিষেধাজ্ঞার আওতায় থাকা ভারতীয় প্রতিষ্ঠানগুলো হলো:
- Alchem Chemical Solutions
- Jupiter Dye Chem
- Global Industrial Chemicals
- Romniklal S. Gosalia & Co.
- Persistent Petrochem
- Kanchan Polymers
এই নিষেধাজ্ঞার ফলে, যুক্তরাষ্ট্র ও মার্কিন নাগরিকদের অধীনে এসব প্রতিষ্ঠানের যেকোনো সম্পদ বা স্বার্থ জব্দ থাকবে। প্রতিষ্ঠানগুলোর ৫০ শতাংশ বা তার বেশি মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠানগুলোকেও একই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
লক্ষ্য ‘ছায়া নৌবহর’ ও মধ্যস্বত্বভোগীদের দমন
মার্কিন প্রশাসনের দাবি, এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে ইরানের ‘ছায়া নৌবহর’ বন্ধ করা, যেগুলো গোপনে বিশ্ববাজারে ইরানি জ্বালানি পণ্য পরিবহন করে। পাশাপাশি, যারা এই বাণিজ্যে মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করছে, তাদেরও নিয়ন্ত্রণে আনা হচ্ছে।
পাল্টা শুল্ক ও সম্ভাব্য শাস্তি
এ নিষেধাজ্ঞার পাশাপাশি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণাও দিয়েছে, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। একই সঙ্গে রাশিয়ার কাছ থেকে অস্ত্র ও জ্বালানি কেনার বিষয়েও ভারতকে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। যদিও সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।