ইসরায়েল-ইরান: মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফরেন পলিসি জানিয়েছে, ইসরায়েল চলতি বছরের ডিসেম্বরের আগেই ইরানের সঙ্গে নতুন সংঘাতে জড়িয়ে পড়তে পারে। চলতি আগস্টের শেষেও তেল আবিব বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ইরানও এই ধরনের হামলার সম্ভাবনা থেকে নিজেকে প্রস্তুত করছে।

ফরেন পলিসির বিশ্লেষণে বলা হয়েছে, জুন মাসের যুদ্ধে ইরান ধীরে ধীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, কিন্তু এবার তারা শুরু থেকেই শক্তিশালী ও নির্ণায়ক আঘাত হানতে পারে। তাদের মূল লক্ষ্য হবে ইসরায়েলের সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জ করা।

জুনের যুদ্ধের সময় ইসরায়েল ইরানের ৩০ জন জ্যেষ্ঠ কমান্ডার ও ১৯ জন পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করলেও, এর ফলে ইরানের কমান্ড কাঠামোতে দীর্ঘমেয়াদি ক্ষতি হয়নি। বরং ইরানের শাসকগোষ্ঠী আরও দৃঢ়ভাবে সংহত হয়েছে।

ইসরায়েল এবার ‘ঘাস কাটা কৌশল’ পুনরায় চালু করতে পারে—অর্থাৎ প্রতিপক্ষকে বারবার আঘাত করে সামরিক সক্ষমতা তৈরি হওয়ার আগেই দুর্বল করা। অন্যদিকে, ইরান শুরু থেকেই ভয়াবহ ও নির্ণায়ক হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াতে না চাইলেও সীমিত হামলা ইসরায়েলকে সুবিধা দিতে পারে। তবে তার অনিশ্চয়তা মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কাকে আরও প্রবল করছে।

Scroll to Top