টাঙ্গাইলের ঘাটাইলের মাকড়াইয়ে মাকড়াই দিবস উপলক্ষে আয়োজিত কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধা মহাসমাবেশে বঙ্গবন্ধু বীর কাদের সিদ্দিকী সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, “বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছে, মনে রাখবেন তাদেরও বাড়িঘর, কবর ও স্মৃতিসৌধ রয়েছে। বাড়িঘর হাতে নিয়ে যেতে পারবেন না। তাই সীমা অতিক্রম করবেন না।”
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে তিনি সতর্ক করে বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে তাঁর পরিণতি শেখ হাসিনার তুলনায় আরও খারাপ হতে পারে। এছাড়া তিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ভেবেচিন্তে কথা বলার আহ্বান জানিয়ে বলেছেন, “শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় করলে তা হতে দেব না। আইন অনুযায়ী বিচার করুন।”
কাদের সিদ্দিকী পুনর্ব্যক্ত করেছেন, “বাংলার মাটিতে বঙ্গবন্ধু চিরকাল থাকবে, যত দিন বাংলাদেশ থাকবে, জয় বাংলা থাকবে, বঙ্গবন্ধু থাকবে।