গাজা যুদ্ধের পর ৫০ ইসরাইলি সেনার আত্মহত্যা, সংকটে মানসিক স্বাস্থ্যব্যবস্থা

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর ইসরাইলি সেনাবাহিনীতে আত্মহত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। দেশটির শীর্ষস্থানীয় পত্রিকা হারেৎজ বুধবার জানায়, এ পর্যন্ত অন্তত ৫০ জন ইসরাইলি সেনা আত্মহত্যা করেছেন।

প্রতিবেদনে বলা হয়, গাজা আগ্রাসনের সূচনার পর ২০২৩ সালেই ১৭ সেনা আত্মহত্যা করেন। ২০২৪ সালের এখন পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। শুধু চলতি বছরই আত্মহত্যা করেছেন ১৭ জন। এদের মধ্যে সাতজন যুদ্ধের প্রথম দিকেই আত্মহননের পথ বেছে নেন।

মানসিক স্বাস্থ্যসেবায় চরম ঘাটতি

এই আত্মহত্যার ঢেউয়ের পেছনে ইসরাইলি সেনাবাহিনীর ভেঙে পড়া মানসিক স্বাস্থ্যব্যবস্থাকে দায়ী করেছে হারেৎজ। মনোরোগ বিশেষজ্ঞ, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও সমাজকর্মীর গুরুতর সংকটের কারণে যুদ্ধফেরত অনেক সেনা সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। মানসিকভাবে বিপর্যস্ত সেনাদের মধ্যে যারা ‘নিহত সেনাদের মরদেহ শনাক্ত’–এর মতো ইউনিটে কাজ করেন, তাদের ট্রমা সবচেয়ে বেশি।

সেনাবাহিনীর ভেতরকার তথ্যে দেখা যাচ্ছে, প্রতি মাসেই শত শত মানসিকভাবে ভেঙে পড়া সেনা পুনর্বাসন ইউনিটে ভর্তি হচ্ছেন।

নিহত ও আহতের প্রকৃত সংখ্যা নিয়ে প্রশ্ন

সামরিক বাহিনীর নিজস্ব তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা আগ্রাসনে এখন পর্যন্ত ৮৯৮ জন ইসরাইলি সেনা নিহত এবং ছয় হাজার ১৩৪ জন আহত হয়েছেন। তবে ইসরাইলের ভেতরে সেনাবাহিনী ও সরকারের বিরুদ্ধে প্রকৃত ক্ষয়ক্ষতি আড়াল করার অভিযোগ উঠেছে। অনেক পরিবার দাবি করছে, নিহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি।

Scroll to Top