ছেলেদের চুল পড়ার কারণ: কখন চিন্তা করবেন?

চুল পড়া—এই সমস্যায় নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই ভোগেন। স্বাভাবিকভাবে প্রতিদিন ৫০ থেকে ১০০টি চুল পড়ে যাওয়া সাধারণ। তবে এর চেয়ে বেশি চুল ঝরলে তা দুশ্চিন্তার কারণ হতে পারে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে।

ছেলেদের মধ্যে চুল পড়ার প্রবণতা সাধারণত কপালের সামনের অংশ ও মাথার দু’পাশ থেকে শুরু হয় এবং ধীরে ধীরে মাথার মাঝখানে টাক পড়া দেখা দেয়।

কেন ছেলেদের বেশি চুল পড়ে?

পুরুষদের শরীরে উপস্থিত অ্যান্ড্রোজেন নামক হরমোন চুল পড়ার অন্যতম প্রধান কারণ। এটি মূলত পুরুষের প্রজনন ক্ষমতার সঙ্গে জড়িত হলেও, এই হরমোনের প্রভাব মাথার চুলের বৃদ্ধির চক্রে ব্যাঘাত ঘটায়। মেয়েদের শরীরে অ্যান্ড্রোজেনের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকায়, তারা এই সমস্যায় কম ভোগেন।

এছাড়া বংশগত কারণেও অল্প বয়সে টাক পড়া শুরু হতে পারে। পরিবারে আগে কেউ যদি চুল পড়ে টাক হয়েছেন, তাহলে সেই প্রবণতা পরবর্তী প্রজন্মেও দেখা দিতে পারে।

Scroll to Top