ডিভোর্সের হুমকিতে ক্ষুব্ধ স্ত্রী, ঘুমন্ত স্বামীর অঙ্গ কর্তন

চাঁপাইনবাবগঞ্জ, ২৯ জুন: প্রেম করে বিয়ে করেছিলেন রায়হান আলী ও তাসলিমা খাতুন। তবে বিয়ের পর থেকেই সম্পর্কের টানাপোড়েন চলছিল। সম্প্রতি একাধিকবার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার হুমকি দেন রায়হান। এতে ক্ষুব্ধ হয়ে ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দেন স্ত্রী।

রোববার (২৯ জুন) ভোররাতে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক তাসলিমা খাতুন (১৯) সদর উপজেলার মিরেরচরা গ্রামের বাসিন্দা। আহত রায়হান আলী (২০) বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

কী ঘটেছিল?

স্থানীয়রা জানান, গভীর রাতে রায়হান ঘুমিয়ে থাকার সময় তাসলিমা ধারালো অস্ত্র দিয়ে তার অঙ্গ কর্তন করেন। চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রায়হানকে উদ্ধার করে হাসপাতালে নেন এবং তাসলিমাকে গাছের সঙ্গে বেঁধে রাখেন। সকালে পুলিশ এসে তাকে আটক করে।

স্থানীয় চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, তাসলিমা ঘটনার দায় স্বীকার করেছেন। পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে তিনি জানান, বারবার ডিভোর্সের হুমকি সহ্য করতে না পেরে এমন কাণ্ড ঘটিয়েছেন।

পুলিশের অবস্থান

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, “ঘটনার পরপরই পুলিশ গিয়ে অভিযুক্ত নারীকে আটক করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

রায়হানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহীতে রেফার করা হয়েছে বলে জানান তিনি।

Scroll to Top