পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে চলতি বছরের বন্যা ও ভূমিধসের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩০৭ জন। গিলগিট বাল্তিস্তানে পাঁচজন এবং কাশ্মীরে ৯ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
উত্তরাঞ্চলে এখনও বহু মানুষ বিধ্বস্ত এলাকায় আটকা রয়েছেন। ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার কাজ ধীর গতিতে চলছে। হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান চলছে; কিন্তু বৈরী আবহাওয়ার কারণে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।
প্রবল বন্যা ও ভূমিধসের কারণে পাকিস্তানের উত্তরাঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। মানসেরা এলাকা থেকে প্রায় ১,৩০০ পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে।
প্রাদেশিক সরকার বুনের, বাজৌর, সুয়াত, শাংলা, মানসেহরা ও বাট্টাগ্রাম জেলাকে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করেছে। পাকিস্তানে সাধারণত বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয়। এই মৌসুমে ভূমিধস ও আকস্মিক বন্যার ঘটনা প্রায়শই ঘটে।