ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কামরান সাঈদ উসমানী বলেন, বাংলাদেশ যদি কোনো বাহ্যিক আগ্রাসনের মুখে পড়ে, তাহলে পাকিস্তান পাশে থাকবে। তাঁর ভাষায়, যদি কেউ ‘খারাপ উদ্দেশ্যে’ বাংলাদেশের দিকে তাকানোর সাহস করে, তবে পাকিস্তানের জনগণ, সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র দূরে নেই।
ভিডিওতে উসমানী আরও দাবি করেন, ভারত যদি বাংলাদেশে তথাকথিত ‘অখণ্ড ভারত’ ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান তা মেনে নেবে না। তিনি বলেন, অতীতেও পাকিস্তান ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে এবং প্রয়োজনে ভবিষ্যতেও তা করতে পারে।
এ সময় তিনি সীমান্ত পরিস্থিতির কথাও তুলে ধরেন। তাঁর অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশকে হয়রানি করছে এবং দেশটিকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে।
উসমানী তাঁর বক্তব্যে একটি নির্দিষ্ট প্রস্তাবও দেন। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি আনুষ্ঠানিক সামরিক জোট গঠন করা উচিত। পাশাপাশি দুই দেশে পরস্পরের সামরিক ঘাঁটি স্থাপনের কথাও উল্লেখ করেন।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এমন কোনো সামরিক জোট বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ বা পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
