বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ থেকে সরে দাঁড়ালেন উমামা ফাতেমা, প্রতিক্রিয়ায় সারজিস আলম

ঢাকা, ২৯ জুন: সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ ফেসবুক পোস্টের মাধ্যমে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। পোস্টে তিনি অভিযোগ করেন, “সুবিধাবাদীরা পোকার মতো ভিতর থেকে প্ল্যাটফর্মটিকে খেয়ে ফেলেছে।”

এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “উমামা ফাতেমার সব অভিযোগ ফেলে দেওয়ার মতো নয়, আবার সব গ্রহণ করার মতোও নয়।”

তিনি জানান, গণ-অভ্যুত্থান চলাকালে উমামা নারীদের সংগঠনে বিশেষ ভূমিকা রেখেছেন এবং অভ্যুত্থান-পরবর্তী সময়েও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সারজিস আলম বলেন, “প্রত্যেক মানুষ অভ্যুত্থানের অভিজ্ঞতা থেকে নিজস্ব উপলব্ধি তৈরি করে। কেউ হয়তো কিছু সীমাবদ্ধতা অনুভব করতে পারেন, যা অন্যদের দৃষ্টিতে অপ্রত্যাশিত হলেও তা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।”

তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগতভাবে উমামার সঙ্গে বসে কথা বলতে চাই—জানতে চাই, কী কারণে তিনি হতাশ হয়েছেন এবং সেসব সমস্যার সমাধানে আমরা কীভাবে কাজ করতে পারি।”

উল্লেখ্য, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ সাম্প্রতিক শিক্ষার্থী-গণআন্দোলনের একটি উল্লেখযোগ্য অংশ ছিল, যার নেতৃত্বে একাধিক শিক্ষার্থী এবং সামাজিক সংগঠন যুক্ত ছিল। উমামা ফাতেমার এই ঘোষণা আন্দোলনের অভ্যন্তরীণ সংকটের ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Scroll to Top