ব্যান্ড ‘আভাস’-এর ভোকাল তানজির তুহিনের মায়ের মৃত্যু

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘আভাস’-এর ভোকাল তানজির তুহিনের মা ডা. সামছুন নাহার আর নেই।
শনিবার (২৮ জুন) সকালে ঢাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

ব্যান্ড সদস্য ও কো-ফাউন্ডার রাজু শেখ জানান, “আন্টি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। আজ সকালেই সবকিছুর অবসান ঘটে।”

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে চট্টগ্রামের মিরসরাইয়ে স্বামীর কবরের পাশে তার দাফন সম্পন্ন হবে।

তানজির তুহিন বর্তমানে ‘আভাস’ ব্যান্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ব্যান্ডটির সদস্যরা হলেন:

  • ভোকাল: তানজির তুহিন
  • বেজ: রাজু শেখ
  • ড্রামস: রিঙ্কু ইমাম
  • কি-বোর্ড: আরাফাত শাওন
  • গিটার: নাঈম মোরশেদ ও অন্তু দাশ

তানজির তুহিনের মা’র মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, ভক্ত ও সংগীতাঙ্গনে। অনেকেই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

Scroll to Top