মহাখালীতে থাকছে না গোল্ডলিফ-বেনসনের অফিস

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ) তাদের নিবন্ধিত প্রধান কার্যালয় রাজধানীর মহাখালী থেকে আশুলিয়ায় স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জুলাই ২০২৫ থেকে বিএটি বাংলাদেশের নতুন ঠিকানা হবে:
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, দেহোরা, ধামসোনা, বলিভদ্র বাজার, আশুলিয়া, ঢাকা-১৩৪৯’। একই দিন মহাখালীর কারখানা কার্যক্রমও বন্ধ হয়ে যাবে

প্রায় ৬০ বছর আগে ১৯৬৫ সালে মহাখালী ডিওএইচএস এলাকায় কোম্পানিটির এই কারখানা স্থাপন করা হয়েছিল। এর আগে ১৯৪৯ সালে চট্টগ্রামের ফৌজদারহাটে ছিল তাদের প্রথম কারখানা। তবে আবাসিক এলাকায় কারখানা পরিচালনা নিয়ে পরিবেশবাদীদের আপত্তি দীর্ঘদিনের।

জমি ইজারা সংক্রান্ত জটিলতা কোম্পানিটির কারখানা স্থানান্তরের অন্যতম কারণ। জানা গেছে, বিএটি বাংলাদেশ ৩০ বছর মেয়াদে জমি ইজারা নিয়ে কারখানা পরিচালনা করছিল, যা সর্বোচ্চ ৯০ বছর পর্যন্ত নবায়নের সুযোগ ছিল। ৬০ বছর কার্যক্রম পরিচালনার পর বাকি ৩০ বছরের জন্য ইজারা নবায়নের আবেদন করলেও তা অনুমোদন পায়নি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ২৮ মে কোম্পানির করা আপিল খারিজ করে দেন।

এদিকে আজ বৃহস্পতিবার বিএটি বাংলাদেশের শেয়ারের দর ১.০৫% কমে দাঁড়ায় ২৮৩.৯০ টাকা, আগের দিন যা ছিল ২৮৬.৯০ টাকা

উল্লেখ্য, বিএটি বাংলাদেশ ২০২৪ সালে ৩০০%, ২০২৩ সালে ১০০%, ২০২২ সালে ২০০% এবং ২০২১ সালে ২৭৫% নগদ লভ্যাংশ দিয়েছে।

Scroll to Top