রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপল্লীতে হামলার ঘটনা অনুসন্ধান করতে গিয়ে দুই সাংবাদিক পুলিশের হুমকি ও অশালীন আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা হলেন—নীলফামারীর কিশোরগঞ্জ থানার ওসি মো. আশরাফুল ইসলাম।
ঘটনাটি ঘটে বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জ থানার সামনে ‘গোলঘর’ নামক এলাকায়। লাঞ্ছনার শিকার হন দৈনিক কালবেলার রংপুর প্রতিনিধি রেজওয়ান রনি এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জহির রায়হান।
সূত্র জানায়, গত রোববার গঙ্গাচড়া ও কিশোরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে এক জমায়েতের পর হিন্দুপল্লীতে হামলা চালানো হয়। হামলার সূত্রস্থান কিশোরগঞ্জ থানার আওতাধীন হওয়ায় বিষয়টি জানতে সাংবাদিকেরা থানা পরিদর্শনে যান।
তাদের অভিযোগ, ওসির সঙ্গে কথা বলার সময় তিনি গালিগালাজ করেন এবং গ্রেপ্তারের হুমকি দেন। এমনকি সাংবাদিক নেতার সঙ্গে ফোনে আলাপে ওসি বলেন, “আমি আধুনিক পুলিশ, কাউকে ভয় করি না। সাংবাদিক হোক বা অফিসার—ফাইজলামো করলে পিটিয়ে সোজা করে দেবো।”
এই ঘটনায় রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সরাসরি বাধা। এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। ওসিকে অবিলম্বে প্রত্যাহার ও বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি।”
জেলা পুলিশ সুপার এএফএম তারিক হাসান খানকে একাধিকবার ফোন করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।