কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের প্রখ্যাত কবর খননকারী মো. মনু মিয়া (৬৭) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পুরো এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোক।
জীবনের প্রায় অর্ধশতাব্দী তিনি কাটিয়েছেন নিঃস্বার্থভাবে মানুষের জন্য কবর খুঁড়ে দিয়ে, বিনিময়ে কখনো কোনো পারিশ্রমিক নেননি। নিজের খরচে একটি ঘোড়া কিনে তিনি ছুটে যেতেন মৃত্যুর খবর পেলে, একেকজনের শেষ গন্তব্যের পথচলায় পাশে দাঁড়াতে। পরিচিত ছিলেন “শেষ ঠিকানার কারিগর” নামে।
জানাজা পড়ানো থেকে শুরু করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়া পর্যন্ত মনু মিয়া ছিলেন এক মানবিক দৃষ্টান্ত। তিনি নিজ হাতে ৩ হাজারের বেশি কবর খুঁড়েছেন।
ঢাকাস্থ আইনজীবী ও স্থানীয় সন্তান অ্যাডভোকেট শেখ মো. রোকন রেজা জানান, কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে দুর্বৃত্তরা তাঁর প্রিয় ঘোড়াটিকে মেরে ফেলে। এতে মানসিকভাবে ভেঙে পড়েন মনু মিয়া। হাসপাতালে গিয়ে তাকে নতুন ঘোড়া উপহার দেওয়ার প্রস্তাব দিলে তিনি বলেছিলেন,
“আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, মানুষের কাছ থেকে কিছু নিতে চাই না।”
জয়সিদ্ধি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন ঠাকুর বলেন,
“ঘোড়ার মৃত্যুর পর থেকেই তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। তাঁর মৃত্যুতে আমরা হারালাম একজন নিঃস্বার্থ, মহান হৃদয়ের মানুষকে। এমন মানুষের অভাব কখনো পূরণ হয় না।”
স্থানীয়দের মতে, মনু মিয়া শুধু একজন কবর খননকারী ছিলেন না—তিনি ছিলেন মানবতার জীবন্ত প্রতীক। মৃত্যুর পরও তিনি মানুষের শ্রদ্ধা ও দোয়ার মধ্যে বেঁচে থাকবেন চিরকাল।