বলিউডের ভাইজান সালমান খান বর্তমানে বড় পর্দা ও ছোট পর্দা—দুই জায়গাতেই ব্যস্ত। নতুন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’-এর শুটিং করছেন তিনি, পাশাপাশি ‘বিগ বস ১৯’-এর উপস্থাপনায় দেখা যাচ্ছে। তবে রোববারের এপিসোডে সালমান ভক্তদের জন্য বোমা ফাটালেন—যা নিয়ে তিনি গত এক যুগ ধরে মুখ খোলেননি।
সালমান দীর্ঘ ৯ বছর ধরে অরিজিৎ সিংয়ের সঙ্গে সম্পর্ক না রাখার বিষয়টি প্রথমবার স্বীকার করলেন। তিনি বললেন, “অরিজিৎ আর আমি এখন ভালো বন্ধু। ওই ভুল বোঝাবুঝি আমার দিক থেকেই হয়েছিল। তারপরও ও আমার জন্য গান গেয়েছে, টাইগার থ্রিতে ওর গান আছে। সামনে ‘ব্যাটল অব গালওয়ান’-এও গান গাইবে।”
দুই তারকা আগে দীর্ঘদিন মুখোমুখি দেখা থেকে দূরে ছিলেন। এই দ্বন্দ্বের সূত্রপাত ২০১৪ সালে স্টার গিল্ডস অ্যাওয়ার্ড শো-তে। সঞ্চালকের দায়িত্বে থাকা সালমান অরিজিৎকে ঠাট্টা করেছিলেন—“ঘুমিয়ে পড়েছিলি নাকি?”—যার উত্তরে গায়ক বলেন, “আপনারাই তো আমাকে ঘুম পাড়িয়ে দিলেন।” সালমানের কাছে এই উত্তর অপছন্দের এবং অরিজিৎ মঞ্চ থেকে সরাসরি বাইরে চলে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়।
এরপর ‘কিক’ ও ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার জন্য অরিজিৎ যে গানগুলো রেকর্ড করেছিলেন, তা সালমানের নির্দেশে বাদ দেওয়া হয়। কিন্তু ৯ বছর পরে সব ভুল বোঝাবুঝি ভুলে, ‘টাইগার থ্রি’ সিনেমার গান দিয়ে আবার একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়।
এবারের স্বীকারোক্তি ভক্তদের মধ্যে রীতিমতো আলোড়ন তুলেছে। সালমানের সহজ সরল বক্তব্য বোঝায়, সময়ের সাথে ভুল বোঝাবুঝি মেটে যায় এবং প্রফেশনাল সম্পর্ক নতুন রূপ নিতে পারে।
