হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ, প্রতিরোধে ইসরাইলের নৌ ও বিমান অবরোধের হুমকি

শনিবার (২৮ জুন) ইয়েমেনের হুতি গোষ্ঠী ইসরাইলের উদ্দেশে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, “ক্ষেপণাস্ত্রটি খুব সম্ভবত ভূপাতিত করা হয়েছে।”

ইরান-সমর্থিত হুতি আন্দোলন গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

ইসরাইলের হুঁশিয়ারি:
এই ধারাবাহিক হামলার জবাবে ইসরাইল হুতিদের নৌ ও বিমান অবরোধের হুমকি দিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, হামলা বন্ধ না হলে হুতিদের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে।

বাণিজ্যে প্রভাব:
২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হুতিরা লোহিত সাগর ও আশপাশের জলপথে পশ্চিমা মিত্রদের কার্গো জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এতে বৈশ্বিক বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

রয়টার্স বলছে:
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হুতিদের ছোড়া ডজনের বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাধাগ্রস্ত বা ভূপাতিত হয়েছে। তবে এ হামলা বন্ধ না হওয়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।

ইসরাইলের প্রতিশোধ:
ইসরায়েল হুতিদের অবস্থানে বিভিন্ন সময় প্রতিশোধমূলক বিমান হামলা চালিয়েছে। তবে হুতিদের দৃশ্যমান অবস্থান পরিবর্তন হয়নি।

এই উত্তেজনার ফলে গাজা যুদ্ধ আরও বিস্তৃত আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

Scroll to Top