শনিবার (২৮ জুন) ইয়েমেনের হুতি গোষ্ঠী ইসরাইলের উদ্দেশে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, “ক্ষেপণাস্ত্রটি খুব সম্ভবত ভূপাতিত করা হয়েছে।”
ইরান-সমর্থিত হুতি আন্দোলন গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।
ইসরাইলের হুঁশিয়ারি:
এই ধারাবাহিক হামলার জবাবে ইসরাইল হুতিদের নৌ ও বিমান অবরোধের হুমকি দিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, হামলা বন্ধ না হলে হুতিদের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে।
বাণিজ্যে প্রভাব:
২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হুতিরা লোহিত সাগর ও আশপাশের জলপথে পশ্চিমা মিত্রদের কার্গো জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। এতে বৈশ্বিক বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
রয়টার্স বলছে:
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হুতিদের ছোড়া ডজনের বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাধাগ্রস্ত বা ভূপাতিত হয়েছে। তবে এ হামলা বন্ধ না হওয়ায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।
ইসরাইলের প্রতিশোধ:
ইসরায়েল হুতিদের অবস্থানে বিভিন্ন সময় প্রতিশোধমূলক বিমান হামলা চালিয়েছে। তবে হুতিদের দৃশ্যমান অবস্থান পরিবর্তন হয়নি।
এই উত্তেজনার ফলে গাজা যুদ্ধ আরও বিস্তৃত আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।